“কৃষক বাঁচলে অর্থনীতি বাঁচবে, বাঁচলে দেশ বাঁচবে ” এ শ্রোগানকে সামনে রেখে দামুড়হুদায় স্টার গোল্ড ইলেকট্রনিক্স ও স্টার গোল্ড এগ্রো ফার্ম লিমিটেডের উদ্যোগে দুস্থ শীতার্থ দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ব্রাক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ‘ স্টার গোল্ড ইলেকট্রনিক্স ও স্টার গোল্ড এগ্রো ফার্ম ‘ র দামুড়হুদা শাখার তত্বাবধানে অফিস চত্বরে উপজেলা যুবলীগের নেতা সেলিম উদ্দিন বগা’ র সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান,বাংলাদেশ চেম্বার অফ কর্মাস চুয়াডাঙ্গা শাখার সচিব খাইরুল ইসলাম,চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, ,মহেশপুর সরকারী শেখ হাসিনা পদ্ম পুকুর ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাবলু, স্টার গোল্ড ইলেকট্রনিক্স এন্ড এগ্রো ফার্ম লিমিটেডে’ র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা হেলথ ইন্সপেক্টর আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ড সুপার ভাইজার ইয়াছিন আলি। এছাড়াও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন,উপজেলা কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম,দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সাংবাদিক মিরাজুল ইসলাম,দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল,লোক মোর্চার সদস্য মজিবর রহমান।
অনুষ্ঠানে দামুড়হুদা ও হাউলি ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের ৩৫০জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দু।
এর আগে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ অতিথী ও সাংবাদিক দের ফুল দিয়ে বরণ করে নেন। স্টারগোল্ড ইলেকট্রনিক্স এন্ড এগ্রো ফার্ম লিঃ এর প্রশাসক মুশতাক আহমেদ ব্যবস্থাপনায় উপস্থাপনায় ছিলেন প্রজেক্ট কো- অর্ডিনেটর সূচরিতা সুলতানা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিভিশনাল ম্যানেজার শাকিল আহমেদ।