মেহেরপুর চুয়াডাঙ্গা মহা সড়কে নব গঠিত বারাদী ইউনিয়নের রাজনগর নামক স্থানে সবজী বোঝাই পিকআপ উল্টে তামান্না নামের একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জানা যায়, সবজী বোঝাই পিকআপ মেহেরপুর থেকে খুলনা যাওয়ার পথে রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পিকআপের সামনের চাকা পাংচার হলে গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক, এবং চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুরের দিকে আসা একটি ইজিবাইক কে বাঁচাতে গিয়ে পিকআপ গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকে থাকা তামান্না নামের এক যাত্রী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে। মেহেরপুর ফায়ার সার্ভিসে উদ্ধারকর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত তামান্না খাতুন মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের গোরের মেয়ে। পিকআপের চালক-হেলপার উভয়ে অক্ষত আছে।