মেহেরপুর জেলা শহরের মালোপাড়ায় স্বামী অরুপ হালদার গলায়ফাঁস লাগিয়ে আত্মহত্যার দুইদিন পর তার সাবেক স্ত্রী অদিতি হালদার হারপিক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে অবশেষে ব্যর্থ হয়েছেন।
বর্তমান তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
নিহত অরুপ হালদার শহরের মালোপাড়ার অর্জন হালদারের ছেলে। তার সাবেক স্ত্রী একই শহরের হালদার পাড়ার কৈলাশ হালদারের মেয়ে।
বুধবার বিকেলে অদিতির বাবার বাড়ির টয়লেটে ব্যবহৃত হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
অরুপ হালদার দুইদিন পৃ্র্বে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এদিকে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অদিতির পরিবার ও স্থানীয়রা জানান অদিতির সাথে কয়েক বছর আগে অরুপ হালদারের সাথে বিয়ে হয়। এর পর পারিবারিক কলহের কারণে গত ছয় মাস আগে তাদের সংসার ছাড়াছাড়ি হয়। স্ত্রীর সাথে ছাড়াছাড়ি আর বাবার মায়ের সাথে অরুপের মনোমালিন্যের কারণে অরুপ গত সোমবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার পৃর্বে অরুপ স্ত্রী অদিতির উদ্দেশ্যে ৮ পৃষ্ঠার একটি চিঠি লিখে যান। স্ত্রীকে তিনি কত ভালোবাসেন এমনটাই লেখা ছিল তার চিঠিতে। সাবেক স্বামীর লেখা হৃদয় জোড়ানো চিঠি পড়ে অদিতি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।