নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে ৩ প্রার্থী দলের হাই কমান্ডের কাছে ধরনা দিচ্ছেন।
দীর্ঘদীন ধরে তারা এলাকায় নানাভাবে গণসংযোগ, কৌশল বিনিময় ও দোয়া চেয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ছাপাচ্ছেন। বর্তমানে মেয়র পদে দলীয় টিকিট পেতে তৃণমুল থেকে দলের হাই কমান্ডের তদবির করছেন তারা। বলতে গেলে এসব প্রার্থীরা মনোনয়ের জন্য এখন র্নিঘুম রাত কাটাচ্ছেন। অনেকেই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অনুকম্পা পেতে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এলাকায় বিভিন্ন ভাবে এসব সম্ভব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছেন র্দীঘদীন থেকে। রাজনৈতিক সভা, সমাবেশেও প্রার্থীদের উপস্থিতি দেখা যায়। দলীয় সমর্থন পেতে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজিনন। ছাত্র রাজনীতির দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠে আসা এই ৩ প্রার্থীকে নিয়ে পৌর শহরে সাধারণ মানুষের মাঝে আলোচনা। কে পাচ্ছেন নৌকার টিকেট?
অপর দিকে, পৌর এলাকায় ভোটারদের মধ্যেও তফসিল ঘোষণার পর উৎসবের আমেজ দেখা গেছে। চায়ের দোকানে, অলিতে গলিতে ও পাড়ায় মহল্লায় নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু বিশ্লেষণ করছেন কে হবেন আগামীর মেয়র। কে পাবেন নৌকার টিকেট।
গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় (সিসি) সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের মধ্যে মেয়র পদে সম্ভব্য প্রার্থী ও নৌকার টিকিট পেতে আসাবাদি হয়ে উঠেছেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ভিপি নুরুল হক, ছাত্র জীবন থেকে মুজিব আদর্শে ছাত্রলীগ করে আসা ও বর্তমানে সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান লিটন ও নোয়াখালী জেলা যুবলীগের সদস্য, তুখোর ছাত্র নেতা আবু সায়েম।