রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শামীম(২৮) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বন্ধু অন্তর(২৬) । আজ রবিবার সকাল ৭টার এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দু বন্ধু মোটরসাইকেল যোগে গাংনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাজবাড়ীতে পৌছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন প্রান হারায় শামীম। নিহত শামীম মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকার ক্যাম্প পাড়ার মদজুল আলীর ছেলে ও অন্তর একই এলাকার বড় পুকুরপাড়ার ইমার উদ্দিনের ছেলে।
রাজবাড়ী এলাকার আবু তালেব জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল টি আসছিল। অসাবধানতা বশতঃ তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বামুন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চঞ্চল হোসেন জানান, শামীম ও অন্তর মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিল। অসাবধানতা বশতঃ কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে আমরা ধারণা করছি, তবে কোন যানবাহন তাকে ধাক্কা দেয়নি।
রাজবাড়ী হাইওয়ে থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা বালুর স্তুপ কে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ল স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে।
রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ময়নুল ইসলাম জানান, শামীম হাসপাতালে আসার পূর্বেই মারা যায় এবং অন্তর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করে চলে গেছে।