ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আওয়ামী লীগ আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত কোটচাঁদপুর মহেশপুর গনমানুষের নেতা ঝিনাইদহ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডঃ শফিকুল আযম খান চঞ্চল।
কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জনাবা শরিফুন্নেছা মিকি সাধারণ সম্পাদক জনাব শাহাজান আলী পৌর আহবায়ক ফারজেল হোসেন মন্ডল উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম ৩ নং কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান।
সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ সাবেক যুবলীগ সভাপতি মীর কাসেম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক আওয়ামী লীগের নেতা কাজী আলমগীর ও উপজেলার থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।বক্তৃতাই মাননীয় এম পি মহোদয় বলেন, জাতীর পিতাকে নির্মমভাবে নির্যাতন করেন জাতীর পিতা পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনি তাদের কাছে বলেছিলেন আমাকে মেরে ফেল আমি মাথা নত করবো না কিন্তু আমার লাশটা আমার বাঙালির হাতে পৌঁছে দিও।
তৎকালীন ১০ ই জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন কোটি বাঙালির প্রানের মুজিব।