সম্পাদক/প্রকাশকঃ শামসুজ্জোহা পলাশ
অত্যান্ত দু:খের বিষয় অল্প দিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠা আমাদের নিউজ পোর্টল “বিডি ফোকাস ২৪” ও ইউটিউব চ্যানেল “BDfocas tv” র উপর কুচক্রিরা হামলা চালিয়ে গত মধ্যরাত (১০ জানুয়ারি দিবাগত রাত) থেকে হ্যাক করেছে। বিভিন্ন ভাবে সার্চ দিয়েও ইউটিউবের কোথাও চ্যানেলটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।
এ ঘনটায় ব্যক্তিগত ভাবে আমিসহ “বিডি ফোকাস” পরিবারের সবাই মর্মাহত। কারণ বিডি ফোকাস ইতিমধ্যে ইউটিউবের সকল শর্ত পূরণ করেছিল। আগামী ১৮ জানুয়ারি থেকে অর্থৎ আর মাত্র একটা সপ্তা (৭ দিন) পর থেকে “বিডি ফোকাস” পরিবার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপণ থেকে অর্থ উপার্যন শুরু হতো।
এমন একটি শুভ মূহুর্তের অপেক্ষায় ছিলাম আমরা। আমাদের প্রতিক্ষিত সেই শুভ মুহুর্তটি আসার আগেই কুচক্রিরা তাদের কালো থাবায় ধ্বংস হলো আমাদের চ্যানেল। হোচট খেলো আমাদের দেখা পাহাড়সম স্বপ্ন। আমাদের দৈনন্দিন জীবনে, সমাজ সংসারে তথা রাষ্টকে খাবলে খেয়ে ধ্বংস করতে শকুনি দৃষ্টিতে অপেক্ষায় থাকে এই ষড়যন্ত্রকারী কুচক্রিরা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে ভোট চুরির নির্বাচন বন্ধের আহ্বান কাদের মির্জার
কুচক্রিরা সবসময় ভাল কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্থ করতে পারে। কিন্তু কোন কিছুই শেষ করতে পারে না। সত্য ও ন্যায়ের জয় সর্বত্র। এই কুচক্রি মহলের কালো থাবায় আমারা মর্মাহত তবে শেষ হয়ে যায়নি। “বিডি ফোকাস” পরিবারের সবাই একসাথে আরও নতুন উদ্দোমে দ্বিগুন মনোবল নিয়ে দৃড়চিত্তে কাজ করে আমাদের নিউজ পোর্টলসহ সামাজিক সকল নেটওয়ার্কে আমাদের অবস্থান থাকবে চোখে পড়ার মত।
বিডি ফোকাস পরিবারকে এগিয়ে নিতে দৃড়তার সাথে কাজ করুন। সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ রইলো এখন থেকে আপনারা নিউজ ছবির সথে ভিডিও ফুটেজ পাঠবেন। সবার মঙ্গল ও সু স্বাস্থ্য কামনা করছি। লেখক; সম্পাদক/প্রকাশক : শামসুজ্জোহা পলাশ।