দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি রতন বিশ্বাসের ছোট চাচা ফজলুল হক বিশ্বাস ওরফে বুড়ো বিশ্বাস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
জানাগেছে,গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রীহি রেখে গেছেন। ফজলুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান হাজি আকবার আলী বিশ্বাসের ছোট ছেলে এবং সাবেক প্রয়াত চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাসের ছোট ভাই।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় কুতুবপুর পূর্বপাড়া কবরস্থানে মৃত ব্যক্তির জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ফজলুল হক বিশ্বাসের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন।