নেত্রকোণা সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কে দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ আহত হয়েছে।
আজ (১২ জানুয়ারি) মঙ্গলবার সকালে সদর উপজেলার মৌজেবালী গ্রামের বাইসতল নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলো, মৌজেবালী গ্রামের এমদাদুল হক (২৫), সেলিম (৩০)।
স্থানীয়রা জানায়, ভোরে মৌজেবালী গ্রামের বাইসতল চায়ের দোকানে কয়েকজন বসে চা খাচ্ছিলো। হঠাৎ করে বালু ভর্তি লরি দোকানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হয়।
নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক সাজেদুল আলম জানান, ঘটনাস্থলে দু জন নিহত হয় ও তিনজন আহত হয়। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে এক জনকে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।