চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যান সংস্থা দাঁড়ালেন দরিদ্র মেধাবী ছাত্রের পাশে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাকে বিদ্যালয়ে ভর্তি, বিদ্যালয়ের পোশাক ও প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দেন৷
ছাত্রের মা জানান, টাকার অভাবে ছেলের লেখাপড়া বন্ধ করে একটা দোকানে কাজ করতে দিয়েছিলাম। ছেলে অনেক কান্নাকাটি করছিল তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায়। ছেলের কান্নাকাটিতে আমি চাষি রমজান চাচার সাথে যোগাযোগ করি। তিনি আমাকে শিকড় সমাজকল্যাণ সংগঠনের অফিসে কাছে দরখাস্ত দিতে বলেন। আমি দরখাস্ত করলে শিকড়ের সহযোগিতায় আমার ছেলে স্কুলে ভর্তি হতে পেরে ছেলে ও আমি অনেক খুশি।