আজ শুক্রবার সকাল ১১টায় নেত্রকোণা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে শীতার্ত মানুষের মধ্যে চারু কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিসিডিএ) এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
“মানুষ মানুষের জন্যে, আসুন সকলে মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে জেলার অন্তত ২০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে উন্নয়নমূলক এই সংগঠনটি।
বিতরণে সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদ সদস্য আসমা আশরাফ। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাসুদেব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম খোকনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।