আনন্দ ও উৎসব মুখর পরিবেশে চলছে মোহনগঞ্জ ও কেন্দুয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।
আজ শনিবার ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে নেত্রকোণা জেলার এই দুই পৌরসভায়।
ভোটারদের উপস্থিতি সংখ্যাও অনেক বেশি, কোথাও কোনও অস্থিরতার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, মোহনগঞ্জ ও কেন্দুয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে নির্বাহী হাকিম সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ আনসার র্যাব ও বিজিবি সদস্যরা ভোট কেন্দ্রে দায়িন্ত পালন করছেন।
এদিকে মোহনগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন,সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন,এবং নারী কাউন্সিলর পদে ১৪ জন ভোটে যুদ্ধে লড়ছেন, মোট ভোটার নারী পুরুষ মিলিয়ে ২১ হাজার ৪০৪ জন।
অন্যদিকে কেন্দুয়া পৌরসভায় মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন।
কেন্দুয়া পৌরসভায় ১৬ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে।