মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের সময় দু’জন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে পৌরসভার ৪ নং কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আছেল উদ্দীনের লোকজনের মধ্য হাতা হাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করেন ।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী মিজানুর রহমান জানান আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেল উদ্দীনের লোকজন ভোট প্রদানে বাধাগ্রস্ত করছিল। এসময় আমি নিজে গিয়ে প্রতিবাদ করতে গেলে,আমার উপর চড়াও হয়। কাউন্সিলর প্রার্থীর আছেল উদ্দীনের এক কর্মী জানান,আছেল উদ্দীনের লোকজন কোন ভোটারকে বাধাগ্রস্থ করছেনা ।
ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। মেহেরপুর জেলা প্রশাসনক ড.মুনসুর আলম খান ভোট কেন্দ্রে পরিদর্শনে এসে বলেন,বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।