গতকাল রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকা থেকে ধানের কুঁড়া ভর্তি
পিকআপ হতে ৪৮ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড়ে অগ্রনী ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত ট্রাকটি আটকের অপেক্ষায় ওৎ পেতে থাকে।
অতপর ০২.১০ ঘটিকায় ট্রাকটি ঘটনাস্থলে উপস্থিত হলে থামার জন্য সংকেত দেওয়া মাত্র, র্যাবের উপস্থিত টের পেয়ে ট্রাক টি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ পলাশ মজুমদার ৪২, মোঃ জহিরুল ইসলাম ২১ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে গাঁজার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের ট্রাকটি তল্লাশি করে ট্রাকের উপরে ধানের কুঁড়াভর্তি বস্তার মাঝখানে পলিথিনে মোড়ানো ৪৮ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানান যে, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে বিভিন্ন মালামালের অন্তরালে অবৈধভাবে বাংলাদেশে আসা গাঁজা (মাদক) ক্রয় করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
তাদের ব্যবহৃত ট্রাক এবং মোবাইল সেটগুলি মাদকদ্রব্য ব্যবসার কাজে ব্যবহার করে বলিয়া জানায়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন মোঃ আবদুল্লাহ আল মামুন এএসপি সহকারী পরিচালক মিডিয়া র্যাব ২