দামুহুড়দার রুদ্রনগর কাওমী মাদ্রাসা ও এতিমখানার হাফেজ পড়ুয়া ছাত্র সজিব নিখোঁজ।
নিখোঁজ হওয়া ছাত্র সজিব।
দামুড়হুদার রুদ্রনগর কাওমী মাদ্রাসা ও এতিমখানার হাফিজ পড়ুয়া ছাত্র সজিব রায়হান(১৫) ৮দিন যাবত নিখোঁজ রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র সজিব রায়হান দামুড়হুদা উপজেলার অন্তর্ভুক্ত দর্শনা থানার ফুরশেদ গ্রামের আব্বাস আলীর ছেলে। নিখোঁজ মাদ্রাসা ছাত্রর বাবা, মা জানান, গত ৭ডিসেম্বর সকালে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সজিব রায়হান নিখোঁজ হয় বলে মাদ্রাসার শিক্ষক তার বাড়িতে মোবাইল করে জানান। এসময় ঐ শিক্ষক বলেন আপনার ছেলে ঐদিন সকাল ৮টার দিকে মাদ্রসা থেকে পরনে পাঞ্চাবী , লুঙ্গি ও গায়ে হলুদ রংয়ের চাদর এবং মাথায় টুপি দিয়ে কোথায় যেন গিয়াছে এখন পর্যন্ত মাদ্রাসায় আসে নাই । পরবর্তীতে আমরা একই তারিখ সন্ধ্যা অনুমান ৭টার সময় ওই মাদ্রাসায় গিয়ে আমারা ছেলেকে খােঁজ করলে মাদ্রাসার হুজুর বলে যে , আপনার ছেলে এখনাে মাদ্রাসায় আসে নাই । পরবর্তীতে আমরা পুনরায় আমার নিকট আত্মীয় স্বজনের বাড়ীতে সহ বিভিন্ন স্থানে খােজাখুজি করে কোথায়ও আমারা ছেলে সজিব রায়হানকে পাইনি।নিখোঁজ মাদ্রাসা ছাত্রর পরিবার সকলের নিকট ছেলে যেনো সুস্থ অবস্থায় বাড়িতে ফিতে পারেন সে জন্য দোয়া কামনা করে বলেন যদি কোন স্বহৃদয়মান ব্যক্তি আমার ছেলে সাজিব রায়হানের কোন খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আমাদের ০১৭৪৯-৭৩৭২৫০ অথবা অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানার ০১৩২০-১৪৮২৪৭ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবর অনুরোধ করছি। নিখোঁজ সজিব রায়হানের শারিরীক বর্ণনা দিয়ে বলেন আমার ছেলের গায়ের রং ফর্সা, লম্বা ৫ ফুট ৩ ইন্চি, মাথার চুলের রং কালো। এঘটনায় নিখোঁজের পিতা আব্বাস সোমবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেদামুড়হুদার রুদ্রনগর কাওমী মাদ্রাসা ও এতিমখানার হাফিজ পড়ুয়া ছাত্র সজিব নিখোঁজ।
দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদার রুদ্রনগর কাওমী মাদ্রাসা ও এতিমখানার হাফিজ পড়ুয়া ছাত্র সজিব রায়হান(১৫) ৮দিন যাবত নিখোঁজ রয়েছে। তার নিখোঁজ হওয়ার ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র সজিব রায়হান দামুড়হুদা উপজেলার অন্তর্ভুক্ত দর্শনা থানার ফুরশেদ গ্রামের আব্বাস আলীর ছেলে। নিখোঁজ মাদ্রাসা ছাত্রর বাবা, মা জানান, গত ৭ডিসেম্বর সকালে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সজিব রায়হান নিখোঁজ হয় বলে মাদ্রাসার শিক্ষক তার বাড়িতে মোবাইল করে জানান। এসময় ঐ শিক্ষক বলেন আপনার ছেলে ঐদিন সকাল ৮টার দিকে মাদ্রসা থেকে পরনে পাঞ্চাবী , লুঙ্গি ও গায়ে হলুদ রংয়ের চাদর এবং মাথায় টুপি দিয়ে কোথায় যেন গিয়াছে এখন পর্যন্ত মাদ্রাসায় আসে নাই । পরবর্তীতে আমরা একই তারিখ সন্ধ্যা অনুমান ৭টার সময় ওই মাদ্রাসায় গিয়ে আমারা ছেলেকে খােঁজ করলে মাদ্রাসার হুজুর বলে যে , আপনার ছেলে এখনাে মাদ্রাসায় আসে নাই । পরবর্তীতে আমরা পুনরায় আমার নিকট আত্মীয় স্বজনের বাড়ীতে সহ বিভিন্ন স্থানে খােজাখুজি করে কোথায়ও আমারা ছেলে সজিব রায়হানকে পাইনি।নিখোঁজ মাদ্রাসা ছাত্রর পরিবার সকলের নিকট ছেলে যেনো সুস্থ অবস্থায় বাড়িতে ফিতে পারেন সে জন্য দোয়া কামনা করে বলেন যদি কোন স্বহৃদয়মান ব্যক্তি আমার ছেলে সাজিব রায়হানের কোন খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে আমাদের ০১৭৪৯-৭৩৭২৫০ অথবা অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানার ০১৩২০-১৪৮২৪৭ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবর অনুরোধ করছি। নিখোঁজ সজিব রায়হানের শারিরীক বর্ণনা দিয়ে বলেন আমার ছেলের গায়ের রং ফর্সা, লম্বা ৫ ফুট ৩ ইন্চি, মাথার চুলের রং কালো। এঘটনায় নিখোঁজের পিতা আব্বাস সোমবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে