চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল ষ্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে রােমেলা খাতুন ( ৮০ ) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । সকাল ১০ টায় দিকে এ ঘটনা ঘটে । নিহত রােমেলা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামের মৃত সবদুল হােসেনের স্ত্রী ।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন , জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রফিকুল ইসলাম ওরফে জখম আলী অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে মারা যান । রােমেলা খাতুন ভাগনে রফিকুল ইসলামের মৃত্যু সংবাদ শুনে ওই দিন বিকেলে তিনি সেনেরহুদা গ্রামে যান।
পরদিন শনিবার সবালে তিনি ওষুধ কেনার উদ্দেশ্যে উথলী বাজারে যাচ্ছিলেন । তিনি উথলী পুরাতন বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে রেলগেট পার হবার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামি আন্তঃনগর সাগরদাঁড়ী ট্রেন তাকে ধাক্কা দেয় । এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই রােমেলা খাতুনের মৃত্যু হয় ।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ – পরিদর্শক (এসআই ) মােশাররফ হােসেন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রােমেলা খাতুনের মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে
হস্তান্তর করা হয় ।