চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক হয়েছে। জানাগেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরিষদের সামনে অভিযান চালিয়ে মোটরযান আইনে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় সর্বমোট ১৯ টি মোটরযান আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। আটককৃত মোটরসাইকেল কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জমা করা হয়েছে। পুলিশসুত্রে জানাগেছে, ১৮ টি মোটরসাইকেল ও ১টি মিশুক আটক করে ফাঁড়িতে রেখে দিয়েছে ট্রাফিক পুলিশ। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন, আমিরুল ইসলাম, মাহফুজুর রহমান, মেহেদী হাসান সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।