ঢাকা জেলার সাভারে ৬ টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ ৮৫ হাজার টাকা অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে, ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মওদুদ আহম্মেদ এবং ঔষধ পরিদর্শক কৌশিক,ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২০/০১/২০২১ তারিখ ১৪.১৫ ঘটিকা হতে ১৭.০৫ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ড এলাকায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অপরাধে নিম্নোক্ত ৬ টি ফার্মেসির মালিক’কে অর্থদন্ড প্রদান করা হয়।
ফার্মেসি ৬ টি হলো ঢাকা সাভারের, সাগর মেডিক্যাল এর মালিক গোপাল ঘোষকে (৭৪) নগদ ৭৫ হাজার টাকা, আল মুস্তাকিম ফার্মেসী এর মালিক রাশেদুল হাসানকে (৪১), নগদ ২৫ হাজার টাকা, মুক্তি ফার্মেসী এর মালিক জীবন সরকারকে (৩৬), নগদ ৭৫ হাজার টাকা, শিকদার ফার্সেসী এর মালিক মনিরুজ্জামানকে (৩০) নগদ ৫০ হাজার টাকা, সুমন ফার্মেসী এর মালিক এমডি ফারুককে (৪০), নগদ ৫০ হাজার টাকা ও জয় ফার্মেসী এর মালিক সুকুমার ঘোষকে (৪৪), নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ০৬ টি ফার্মেসী হতে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।