নেত্রকোণা জেলার শীমান্তবর্তী এলাকা কলমাকান্দায় কম্বল বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এম,পি। আজ শুক্রবার দুপুর ১২টায় দুস্থ ও অসহায় কয়েকশ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য, মানু মজুমদার এম,পি । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।