নেত্রকোণায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা, অমাস নেত্রকোণা ও নেত্রকোনা সম্মিলনী, কলকাতার আয়োজনে এবং ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমির সহযোগীতায় একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই মৈত্রী সম্মেলনের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব উজ্জ্বল বিকাশ দও, কে এইচ মাসুদ সিদ্দিকী, অধ্যাপক মানিক সরকার, বীর মুক্তিযোদ্বা মোঃ মনজুর উল হক।
দিনব্যাপি সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনা, সম্মাননা, মোড়ক উন্মোচন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।