‘আট পেরিয়ে নয়ে পদার্পণ,সবার সাথে এশিয়ান টেলিভিশন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাইমুড়ীতে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালিত হয় ।
সোমবার বিকেল ৩ টায় ইমা প্লাজায় ফিদা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল। সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়ার সঞ্চালনায় এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি ইয়াকুব আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা আওয়ামীলীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাষ্টার আবু ইউসুফ, সদস্য বেল্লাল হোসেন পাটোয়ারী, মহিলা আওয়ামীলীগ সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ও মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা সভাপতি গোলাম সারওয়ার জুয়েল, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি আবুল কাশেম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, উপজেলা যুবলীগ আহবায়ক খলিলুর রহমান, অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফা হোসেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ, সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, নোয়াখালীর সময় সম্পাদক নাছির উদ্দিন বাদল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, মাইটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আলা উদ্দিন শিবলু সহ সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।