মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া আবাসন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটিদল ভাটপাড়া আবাসন এলাকার একটি বাড়ি থেকে এসব উদ্ধার করে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,ভাটপাড়া আবাসন এলাকায় বসবাসকারী ইমাদুল হকের বাড়িতে মাদক বেঁচাকেনা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অজয় কুমার কুন্ড ও এসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। গৃহকর্তা ইমাদুল অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তার ঘর থেকে বস্তায় রাখা ২ কেজি ৫শ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইমাদুল হকের নামে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।