র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারী আটক করেছে।
র্যাব জানায়, আজ বুধবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় র্যাব সদস্যরা একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করে। তল্লাশীকালে কাভার্ড ভ্যানে বিশেষ কৌশলে বহনকৃত ২৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। পরে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানের চালক মাদক পাচারকারী রাজবাড়ী জেলার জনৈক মোঃ বাবু খাঁ (৪৫) নামে এক জনকে করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন কাচামাল পরিবহনের আড়ালে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো।