জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালতের অভিযুক্তরা হলেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে হাফিজ উদ্দিন ও একই গ্রামের মৃত ইমান আলির ছেলে রিয়াজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বেলেমাঠে সরকারী নির্দেশ অমান্য করে জমির মালিক লোকনাথপুর গ্রামের হাফিজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন অবৈধভাবে মাটি উত্তোলন করে সরকারি রাস্তা নষ্ট করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলো।একাধিক অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন সরজমিনে ঐ মাঠে উপস্থিত হয়ে
অভিযোগের সত্যতা পেলে জমির মালিক অবৈধ্যভাবে মাটি বিক্রেতা হাফিজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ধারা ভঙ্গের দায়ে ১৫ধারা মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলি, দামুড়হুদা মডেল থানার এএসআই সাঈদ প্রমুখ।