৩৩ বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম নামে এক মহিলা পাচারকারীকে আটক করেছে।
৩৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার-৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী বেড়ীবাধেঁর উপর বেলালের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৪৮টি ডায়মন্ড আংটিসহ মহিলা পাচারকারীকে আটক করে। এর মধ্যে ৫৪টি বড় এবং ৯৪টি ছোট ডায়মন্ডের আংটি রয়েছে। আটককৃত পাচারকারী মহিলা সাতক্ষীরা জেলার ভোমরা থানার লক্ষীদাড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী মোছাঃ রেবেকা বেগম (৪২)।
আটককৃত ও পলাতক আসামীদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আসামী মোছাঃ রেবেকা বেগম এ সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনায়ন করতঃ তার স্বামী মোঃ সাহেব আলী এর সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে মর্মে জানা যায়। এছাড়াও, এ জাতীয় চোরাচালানের সাথে অন্য কোন ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
ডায়মন্ড এর আংটিসহ আসামী আটকের বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।