নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কার্যালয় ভাংচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে পৌর এলাকার বাইপাস থেকে বিশাল মিছিল নিয়ে সোনাইমুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্যে বাজারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ফ.ম বাবুল বাবু, জেলা ত্রান সম্পাদক কিং মোজাম্মেল, উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১০ টার দিকে পৌর এলাকার সোনাইমুড়ীর ৫ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের প্রার্থী নুরুল হক ভিপির নির্বাচনী কার্যালয়ে দুবৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নির্বাচনী অফিস ভাংচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির আশঙ্কা দেখা দিয়েছে।