সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার খিদ্রা গ্রামের ষাটোর্ধ্ব আকবর ও মমতা দম্পতি সংসার চালাতে প্রায় ৩০ বছর ধরে গরুর বদলে নিজেরাই টানছেন তেলের ঘানি।
দুই ছেলের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন, আরেকজন বেকার হলেও সাহায্য করে না বাবা-মাকে। সংসার চালাতে গরুর বদলে ঘানি টানেন আকবর ও মমতা দম্পতি এমন শিরোনামে গত ৩১ জানুয়ারি চ্যানেল ২৪ এ একটি সংবাদ প্রচার হয়।
প্রতিবেদনটি নজরে আসে সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী এড. রুমানা ইয়াসমিন শাওন নামের এক হৃদয়বান ব্যক্তির পরে ৪৫ হাজার টাকা মূল্যের একটি গরু (০৪/০২/২১ বৃহস্পতিবার) নিজে উপস্থিত থেকে এই দম্পতির হাতে তুলে দেন।
গরুটি পেয়ে তারা মহা খুশি, এসময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য করোনার কারনে সারাদেশ যখন লক ডাউন সে সময় সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশনে প্রতিদিন শত শত অসহায় ছিন্নমুল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন এড. রুমানা ইয়াসমিন শাওন।