:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের পুরো সড়কটি খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে।সড়কটি যেন আর সড়ক নই এটি এখন মৃত্যুফাঁদ বললেও ভুল হবেনা।সড়কটি পাকা রাস্তা হলেও সড়কটি দিয়ে চলার সময় এটি পাকা না আধাপাকা তা যেন বোঝার উপায় নেই।সড়কটির এ বেহাল দশার কারনে সাধারন পথচারী সহ মটরসাইকেল সাইকেল নিয়ে চলাচলেও দারুন অসুবিধার সৃষ্টি হচ্ছে সাধারন মানুষের।এ সড়কটি দিয়ে চলাচলের সময় যেন ভোগান্তির কোন শেষ নেই সাধারন মানুষের।বাঘাডাঙ্গার এ সড়কটি দ্রুত সংস্কার করে সাধারন পথচারী সহ গ্রামবাসীর চলাচলের উপযোগী করতে চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর ও সংশ্লিষ্ট কৃতপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।