দামুড়হুদায় ওয়েব ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার সময় দামুড়হুদা উপজেলার কোষাঘাটাস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা আল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.তুহিন মিয়া ও সাংবাদিক এমআই মিরাজ সহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক, খামারি ও ব্যবসায়িক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ওয়েব ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মো শওকত হোসেন।