দামুড়হুদা উপজেলার দৈউলী গ্রামের মিম খাতুন (১৬) নাম এক গহবধু রহস্যজনক ভাবে নিখাঁজ হয়েছে। গত রােববার ভােরে সে শশুর বাড়ি দামুড়হুদার দৈউলী গ্রাম থেকে নিখাঁজ হয়। নিখাঁজ গহবধু মিম খাতুন দামুড়হুদা উপজেলার দৈউলী গ্রামের লিখনের স্ত্রী ও চিৎলা নতুনপাড়া গ্রামের হীরা ঘটকের মেয়ে।
নিখাঁজ মিম খাতুনের বাবা হীরা ঘটক জানান, গত রােববার সকালে আমার জামাই দামুড়হুদা উপজেলার দৈউলী গ্রামের ইরশাদ আলির ছেলে লিখন আমাদের বাড়িতে এসে বলে তার স্ত্রী মিম খাতুন কে ভাের বেলা থেকে পাওয়া যাচ্ছে না। আমি ও আমার মেয়ের শশুর বাড়ির লােকজন বিভিন্ন আত্মিয় বাড়িতে খাঁজাখুঁজি করি। কােথাও তার কােনাে সন্ধান মেলাত পারিনি। সােমবার রাতে আমার জামাই লিখন বাদি হয় দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। একই দিন মিম খাতুনের নানা চিৎলা গ্রামের মােড়পাড়ার বিশারত আলি বাদি হয় একটি অভিযােগ দায়ের করেছে।
দামুড়হুদা মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সােমবার রাতে মিম খাতুন নামে এক গহবধু নিখোঁজ সংক্রান্ত একটি সাধারন ডায়েরি ও একটি লিখিত অভিযােগ পেয়েছি। ইতিমধ্যে থানা পুলিশ নিখোঁজ মিম খাতুনের সন্ধানে অনুসন্ধান শুরু করেছে।