দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ লুৎফর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। জানাগেছে, গত বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে ঢাকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রীহি রেখে গেছেন। লুৎফর রহমান কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাস মেম্বরের ছেলে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লিদের উপস্থিতিতে মৃতব্যক্তির জানাযা শেষে দূর্গাপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য মোঃ লুৎফর রহমান চুয়াডাঙ্গা পৌর কলেজের প্রভাষক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসহ সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রভাষক লুৎফর রহমানের মৃত্যুতে কার্পাসডাঙ্গা শাখার ড্রাগিষ্ট ও কেমিষ্টের সভাপতি আতিয়ার রহমান এবং নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।