জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদের সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার অফিসার ( আইসিটি) আরিফুল ইসলাম , উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম,উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক হাসানুজ্জামান আল বাকারা ডলার ,সাংবাদিক বৃন্দ সহ উপজেলার প্রায় শতাধিক নারী ও পুরুষ। উপস্থিত সকলের মাঝে আলোচনা সভার অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন অভিবাসী দিবস উপলক্ষে বিরল আলোচনা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এসময় তিনি বিশ্বের সকল অভিবাসী ও অভিবাসীদের কল্যাণ কামনা করে,অভিবাসী কল্যাণে নিয়োজিত রয়েছেন এমন সকল প্রতিষ্ঠান , সংগঠন ও ব্যক্তিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।