খুলনায় চরমপন্থী দলের সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৭টায় তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপু আগে চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। কিছুদিন আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিল।
পুলিশ জানায়, তাজপুর গ্রামের লিপু রাতে গরুর হাট এলাকায় ৪/৫ জনের সাথে দাড়িয়ে আড্ডা দিচ্ছিছিলেন। এ সময় ২টি মোটরসাইকেলযোগে আসা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।
ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রঃ কালের কণ্ঠ