নতুন একটি ছবি পোস্ট করে ফের আলোচনায় এলেন শ্রীলেখামিত্র। ইনস্টাগ্রামে নতুন একটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যায়, তাঁর প্রিয় পোষা কুকুরকে আদর করছেন শ্রীলেখা। এরপর ইতিবাচক-নেতিবাচক মন্তব্যে ভরে যায় সোশ্যাল সাইট। অবশ্য শ্রীলেখা সেসব নিয়ে মাথাব্যথা দেখাননি কিংবা কোনো উত্তর দেননি।
কলকাতার বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী ৷ তিনি তাঁর অভিনয়ের জন্য সবারই মন জয় করেছেন ৷ সুপারহিট ছবিতে দর্শকদের মন জয় করেছেন বারবার ৷ ২০০৬ সালে তিনি আনন্দলোক পুরস্কার পেয়েছেন ৷ ২০০৭ সালে পেয়েছেন তৎকালীন বিএফজে বা বর্তমানে ডাব্লিউবিএফজে পুরস্কার ৷ শ্রীলেখা মিত্রের অভিনয়দক্ষতা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই ৷
লাস্যময়ী ও দুষ্টু-মিষ্টি নায়িকা হিসেবে প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তীসহ প্রথম সারির নায়কদের সঙ্গে বারবার টেলিভিশন কাঁপিয়েছেন তিনি ৷ অন্নদাতা, দেবদূত ছবিতে বিশেষভাবে লক্ষ করা গেছে দুর্দান্ত এক শ্রীলেখা মিত্রকে ৷
এই সময়ের এক অন্যতম জনপ্রিয় শিল্পীর সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই তাঁর পোস্ট করা ছবিগুলো সোশ্যাল মিডিয়া মাতিয়েছে, ভক্তসংখ্যা তাঁর বিপুল৷ তাই যেকোনো ছবিরই শেয়ার, লাইক, ভিউ দুর্দান্ত গতিতে ছড়িয়ে পড়েছে