করোনা দূর্যোগ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে দামুড়হুদার ডুগডুগী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদার ডুগডুগি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মহিউদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি পশু হাট বাজার এলাকায় করোনা দূর্যোগ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় যানবাহন চালক, পথচারী সহ ৫ জন কে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ধারায় অভিযুক্ত করে ১ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা কার্যে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেসকার জিহন আলি, দামুড়হুদা মডেল থানার এএসআই সাঈদ সহ পুলিশ সদস্যবৃন্দ।