দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের অসহায়, দুঃস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়মী লীগ নেতা সেলিম উদ্দীন বগা।
মঙ্গলবার সন্ধায় দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের দুঃস্থ, শীতার্থ ও শারীরিক প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মানবতার ব্রত নিয়ে এমন মহতি কাজের সঙ্গী হয়ে এসময় উপস্থিত ছিলেন উজিরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মইনুল হক মিঠু, আওয়ামীলীগ নেতা মিরাজুল ইসলাম, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় তিনি সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ নেতা জাহাঙ্গীর ও জাবেদকে তাদের সার্বিক অবস্থার খবর নিতে তাদের বাড়ীতে যান এবং আর্থিক সহযোগীতা প্রদান করেন।