বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা, ইতিহাস-ঐতিহ্য-নারী-মুক্তিযুদ্ধ ও সংবিধানবিরোধী রাজনৈতিক মোল্লাদের অবিলম্বে গ্রেপ্তার, বিচার কর এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর’-এই দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ পালন করেছে জাসদ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটি এই কর্মসূচি পালন করে। গনকপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে।
মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর জাসদ সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, আবু সুফিয়ান বাবু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজনসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।