ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ইউএনও দিলারা রহমান।
জানা গেছে, গতকাল বিকাল ৩ টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন স’ মিলে (কাঠ চেরাই করাত কল) দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ।
এ সময় দামুড়হুদা সদরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধভাবে রাস্তায় কাঠ রাখার অপরাধে করাতকল বিধিমালা ২০১২এর ৩ধারা ভঙ্গের দায়ে ১২ধারা মোতাবেক স’মিল ব্যবসায়ী আঃছালাম ও ইমান আলি উভয় কে ৩ হাজার করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে সড়কের দু’ পাসের কাঠসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওযার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
আদালত পরিচালনা করা কালে নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বলেন, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্যারের নির্দেশনামতে পরবর্তীতে কোন স’মিলের কাঠ রাস্তায় পাওয়া গেলে সে স’মিলের লাইসেন্স বাতিল করে স’মিল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজের সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার চৌকস পুলিশ সদস্যের একটি টিম ।