কলকাতার এই প্রজন্মের অভিনেত্রী মধুমিতা সরকার। টিভি সিরিয়াল দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘বোঝেনা সে বোঝেনা’ নামের ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন।
তবে সেই পাখি আর এখনকার পাখি এক নন। ব্যক্তি জীবনের নানা চড়াই-উতরাই পার করে তিনি এখন অনেকটাই খোলামেলা আর সাহসী। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি শেয়ার করেন। আবার সিনেমার পর্দাতেও তাকে সাহসী রূপে দেখা যায়।
এ বিষয়ে মধুমিতা বলেন, জীবনে এত বড় অভিজ্ঞতার (স্বামীর সঙ্গে বিচ্ছেদ) মুখোমুখি না হলে হয়তো আমার মধ্যে কাজ করার আগুনটা জ্বলে উঠত না। যে কোনো মানুষকে পরিণত করে তোলে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার জীবনেও হয়তো তার দরকার ছিল। যে সময়টা নষ্ট করেছি, সেটাই আমাকে পরিণত করেছে।
সোশ্যাল মিডিয়ায় মধুমিতার সাহসী ছবি নিয়ে অনেকে সমালোচনাও করেন। সে বিষয়ে তার ভাষ্য, ‘পাখি’র ইমেজ ভাঙতে সময় লেগেছে। ক্যারিয়ারের গোড়ার দিকের মিষ্টি ইমেজটা ভাঙতে চাই। তাই নানা ধরনের ছবি পোস্ট করি। কমেন্টস নিয়ে আমার মাথাব্যথা নেই। কোনও কমেন্টই পড়ি না।
এদিকে বর্তমানে একদমই সিঙ্গেল রয়েছেন মধুমিতা সরকার। আর এই সিঙ্গেল থাকার সুযোগ নিতে চায় অনেকেই। তিনি বলেন, আমি সিঙ্গেল। কাজ ছাড়া অন্য যেকোনো সম্পর্ক থেকে এখন অনেক দূরে। অনেকেই ভেবে নেয়, সিঙ্গেল মানেই সহজলভ্য। তাড়াতাড়ি কাছে আসার সুযোগ নিতে চায়।
প্রসঙ্গত, মধুমিতা সম্প্রতি অভিনয় করেছেন ‘চিনি’ নামের একটি সিনেমায়। যেখানে তিনি অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি এক মা-মেয়ের সম্পর্কের গল্পে নির্মিত।