চুয়াডাঙ্গায় মাদকসেবি জিয়া উদ্দিনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাকে একবছরের কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত জিয়া উদ্দিন চুয়াডাঙ্গা জেলা শহরের সিনেমা হল পাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আজ রোববার সকালে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় জিয়া উদ্দিনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান গাঁজা সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনির ২১ ধারায় জিয়া উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।