বাজারে যে নানা রকম নিম সাবান পাওয়া যায়, সেগুলোতে কতটা সত্যিকারের নিম বা নিমের গুনাগুণ থাকে বলুন তো? সত্যি বলতে কি, থাকে না মোটেও। তাই ঘরেই তৈরি করতে পারেন এই নিমের সাবান। এটা তৈরি কিন্তু খুবই সহজ। তাছাড়া খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সাবান।
আপনার ঘরে থাকা সাধারণ সামগ্রী আর কয়েকটা নিম পাতা হলেই তৈরি করে ফেলা সম্ভব দারুণ একখানা নিম সাবান। এই সাবান মুখসহ সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে পারবেন। জানেন তো, নিম সাবান ব্রণের সমস্যা ও ফুসকুড়ি দূর করে ত্বককে করে তোলে নিখুঁত ও দাগহীন।
শরীরের যেকোন খোস–পাঁচড়ার সমস্যাও দূর করে দেবে এই সাবান। চলুন তবে জেনে নেয়া যাক ঘরে কীভাবে নিমের সাবান তৈরি করবেন সে সম্পর্কে–
উপকরণ: নিম পাতার রস আধা টেবিল চামচ, নিম এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা, লেবুর রস কয়েক ফোঁটা, অলিভ অয়েল এক টেবিল চামচ, সোপ বেজ আধা কাপ।
যদি সোপ বেজ খুঁজে না পান, তাহলে গ্লিসারিন বেজ বা যেকোনো সাবান নিলেই হবে। ঘরোয়া সাবান তৈরির জন্য বিদেশী ‘পিয়ারস’ সাবানটি ভালো। এটি ব্যবহার করলেই চলবে নিম সাবান তৈরির ক্ষেত্রে।