জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ সেচ প্রকল্পের আবাসিক কলোনি চত্বরে আজ বিকাল ৩ টার সময় বাপাউবো ঝিনাইদহ জেলা শাখার উপ- প্রধান সম্প্রসারণ দপ্তর কর্তৃক” জি.কে. সেচ প্রকল্পে আংশগ্রহনমূলক পানি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে প্রকল্পে সম্পৃক্তকরণ এবং সেচ সার্ভিস চার্জ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ নাজিম উদ্দীন জোয়ার্দারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাপাউবো কুষ্টিয়া এর মুখ্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, এ সময় আরো উপস্থিত ছিল বাপাউবো এর ঝিনাইদহ জেলা উপসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, বাপাউবো শৈলকুপা উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহাম্মদ, ১৪ নং দুধসর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিল্টন জোয়ার্দার সহ জিকে সেচ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ও জিকে সেচ প্রকল্পের আওয়াধীন কৃষক সমাজের এক অংশ।
এ সময় বক্তারা বলেন জি. কে সেচ প্রকল্পের সেচ সার্ভিস চার্জ নিয়মিত প্রদান করে এই ক্ষাত কে আরো সচাল করা এবং নিয়মিত গেট ম্যান দের সাহায্য করে সময় মত সঠিক লাইনে পানি প্রবাহ সঠিক রাখার জন্য সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করেন।