আগামী ১৬ জানুয়ারি আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী ও পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলীকে বিজয়ী করতে যুবলীগের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড চত্বরে পথ সভার আয়োজন করে গাংনী উপজেলা যুবলীগ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলী।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,মুজিবনগর যুবলীগের সভাপতি কামরুল ইসলাম চান্দু,জেলা পরিষদের সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়া,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ,দপ্তর সম্পাদক আব্দুল আলিম।
এছাড়াও বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যথাক্রমে ইসমাইল হোসেন ও তৌহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ