চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আজ সোমবার বেলা ১১টার সময় পৌর এলাকার বাজারপাড়া,ফকিরপাড়া হাসপাতালপাড়ায় অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
জীবননগরের কৃতি সন্তান মাই টভির সিনিয়র সাংবাদিক এস কে লিটনের আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু।
আরও উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধক্ষ্য জনাব নজরুল ইসলাম, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুস সামাদ, শিকড় সমাজ কল্যান সংস্থা জেলা সম্পাদক মিথুন মাহমুদ, উপজেলা সভাপতি তুহিনুজ্জামান তুহিন, সম্পাদক সানজিদা জামান লাবনি, সাংগঠনিক সম্পাদক ঐশ্বর্য সাহা প্রিয়া, প্রচার সম্পাদক সাদিয়া ইসলাম মাহি, ওমর, রিয়াজ, তুর্না, স্বপ্নাসহ প্রমুখ।