সুদীর্ঘ অপেক্ষার পর আজ (৫ জানুয়ারি) সিসি(জনসংযোগ) পরিচালক ও যুগ্মসচিব এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়,আগামী ১৪-ই ফেব্রুয়ারি সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১৭ জানুয়ারি (রবিবার ২০২০ইং) পর্যন্ত সকল মেয়র ও কাউন্সিল প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি(মঙ্গলবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ জানুয়ারি( মঙ্গলবার),এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি(রবিবার)
এতে করে বহুল প্রতীক্ষিত পৌর বাসীর নতুন নগর কর্তা নির্বাচনের সুযোগ হলো। এরই মধ্যে মানুষের মনে আশার প্রদীপ জ্বলতে মুরু করেছে। কারন নির্ধারিত মেয়াদ শেষ হলেও নানা জটিলতার কারনে সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন বিগত ১০ বছরেও হয়নি। তাই তারা নিজেদের মনের মতো করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নতুন মেয়র এবং কাউন্সিলরকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা।